নিউ ইয়র্কে সংবর্ধনা পাবেন ইউনূস
১৯ নভেম্বর নিউইয়র্কে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে ড. ইউনূস গণসংবর্ধনা কমিটি।
শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে কমিটির নেতারা বলেন, “ড. ইউনূসকে সংবর্ধনা প্রদানের এ অনুষ্ঠানের বাজেট হচ্ছে ৩০ হাজার ডলার। এর মধ্যে আট হাজার ডলার ব্যয় হবে সংবর্ধনার জন্যে ভাড়া করা মিলনায়তনের জন্যে।”
ব্রিফিংয়ের লিখিত বক্তব্যে গ্রামীণ ব্যাংকের ‘বিরুদ্ধে’ সরকারের সাম্প্রতিক সব পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়।
এতে বলা হয়, “আমরা সরকারের গৃহিত সাম্প্রতিককালে গ্রামীণ ব্যাংকবিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছি। গ্রামীণ ব্যাংকের মালিকানা বাংলাদেশের এক কোটি নারীর। কিন্তু দুঃখের বিষয় বর্তমান সরকার দীর্ঘদিন থেকে এই ব্যাংকটির মালিকানা জোরপূর্বক দখলের ষড়যন্ত্রে মেতেছে।
“পার্লামেন্টের তথাকথিত কন্ঠভোটের মাধ্যমে সরকারের দীর্ঘদিনের ষড়যন্ত্রের বাস্তবায়ন ঘটেছে মাত্র। এটি দেশবাসীর কাছে গ্রহণযোগ্য নয়। আমরা প্রবাসীরা সরকারের এই হীন ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’
সংবর্ধনার জন্য ড. মুহম্মদ আহ্বায়ক ও আবু তাহেরকে সদস্য সচিব করে ১৪১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ব্রিফিংয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শওকত আলী এবং সঞ্চালন করেন আবু তাহের।
তাদের সঙ্গে ছিলেন প্রবীণ সাংবাদিক মঞ্জুর আহমেদ, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট কাজী নয়ন, লিয়াকত আলী, ড. আবুল কাশেম, কাজী ইসমাইল ও এমলাক হোসেন।
0 comments:
Post a Comment