Friday, November 8, 2013

না.গঞ্জে ডাকাতের গুলিতে শিশু নিহত, আহত ৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক শিশুকে গুলি করে হত্যা করেছে ডাকাতরা। এছাড়াও এক নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম করেছে ডাকাতরা।


শুক্রবার দিনগত রাত ২টায় বন্দরের মদনগঞ্জ শান্তিনগর এলাকাতে এ ঘটনা ঘটে।


জানা যায়, ডাকাতদের দেখে ফেলায় সালমান (৮) নামের এক স্কুল ছাত্রকে গুলি করেন তারা। ডাকাতরা টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছেন।


নিহত সালমান শান্তিনগর এলাকার ঝুট ব্যবসায়ী শাহজালালের ছেলে। সে মদনগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র বলে জানান মামা মোহাম্মদ রাসেল।


রাসেল আরো জানান, রাত ২টায় ১০-১২ জনের মুখোশপড়া ডাকাত দল প্রথমে তাদের প্রতিবেশী মুন্না মিয়াদের বাড়িতে হানা দেয়। ওই বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকা লুটে নেয়। তখন বাধা দেওয়ায় ডাকাতেরা মুন্নাকে কুপিয়ে জখম করে।


পরে ডাকাতেরা রাসেলদের ঘরে হানা দেয়। তখন বাধা দেওয়ায় রাসেলের মা আমেনা বেগম, দুই ভাই সাইফুল ও ইকবালকেও কুপিয়ে আহত করেন। তারা চিৎকার করলে লগোয়া ঘরে থাকা সালমান বেরিয়ে আসে। ওই সময়ে ডাকাতেরা সালমানকে দেখতে পেয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই সালমান মারা যান।


বন্দর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩

এসএফআই/বিএসকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger