Friday, November 8, 2013

সশস্ত্র বাহিনীর সাঁড়াশি অভিযানের দাবি

ঢাকা: নিরীহ জনগণের প্রাণ ও সম্পদ রক্ষা, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা, শিক্ষার্থীদের ভবিষ্যত রক্ষায় অবৈধ অস্ত্র ও বোমাবাজদের গ্রেফতারে সশস্ত্র বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন র‍াজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনের বক্তারা।


শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে সিটিজেনস রাইটস মুভমেন্ট (সিআরএম) ও গ্রিন ক্লাব অব বাংলাদেশ (জিসিবি) যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানান বক্তারা।


সংবাদ সম্মেলনে সিআরএম মহাসচিব তুষার রহমান বলেন, সহিংস রাজনীতি নিয়ে বড় দুইটি দল আজ মুখোমুখি। আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গত ৯ মাসে হরতাল কেন্দ্রিক সহিংসতায় ১৩৬ জন নিহত হয়েছেন। হানাহানিতে বলি হয়েছেন সংখ্যালঘুরা। সংঘাতময় পরিস্থিতিতে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো উদ্বেগ জানিয়েছে। রাষ্ট্রের স্পর্শকাতর অনেক জায়গায় হামলা হয়েছে।


তিনি বলেন, গত কয়েকদিনের হরতালে প্রায় ৩১ জন নিহত হয়েছে। হরতালের বলি হয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে সংকটাপন্ন আছেন কয়েকজন।


২০ নভেম্বর থেকে শুরু হওয়া জেএসসি/জেডিসি’র প্রায় ৩০ লাখ শিক্ষার্থী হরতাল, বোমা বিস্ফোরণ ও সহিংসতার বলি হচ্ছে। রাজনীতির ছায়াতলে ঢুকছে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য।


পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের দাবি করেছেন বক্তারা। এছাড়াও অবৈধ অস্ত্র, বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার ও দুষ্কৃতকারীদের গ্রেফতার এবং সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানান তারা।


বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩

আরইউ/এসইউজে/এফআইএস/এমজেএ/বিএসকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger