Friday, November 8, 2013

সহিংসতাকারী কাউকে ছাড় দেওয়া হবে না

ঢাকা: সহিংসতাকারী যতো বড় নেতাই হোন না কেন, তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।


বিরোধী দলকে কড়া ভাষায় হুঁশিয়ার করে তিনি বলেন, যারা সরকারি-বেসরকারি সম্পদ নষ্ট করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।


শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন।


জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে বিএনপি মাঠে নেমেছে বলে মন্তব্য করে হানিফ বলেন, হরতাল দিয়ে বিএনপি আগামী নির্বাচন বানচাল করতে চায়। এর মাধ্যমে তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।


যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করে বিএনপি তাদের রক্ষা করতে চান বলেও মন্তব্য করেন হানিফ।


ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে বিএনপি কি পেয়েছে? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বিরোধী দলীয় নেতার ন্যূনতম দায়িত্ববোধ থাকলে তিনি সংলাপে বসতেন।


খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, পাষাণ হৃদয়ের খালেদা জিয়া আরও লাশ চান। আর কতো লাশ হলে পেলে আপনি (খালেদা) সহিংসতা বন্ধ করবেন?


তিনি বলেন, যারা হরতালের নির্দেশনা দিচ্ছেন, তাদের গ্রেফতার করা ছাড়া কোনো উপায় ছিলো না। তারা যাতে উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারেন, সে জন্যই তাদের গ্রেফতার করা হয়েছে।


সভায় আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, বিরোধী দল যদি একটি গুলি করে, তবে তার জবাবে ২টি গুলি করা হবে।


মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন, মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ।


বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩

এমইউএম/এসএটি/এএসআর/বিএসকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger