শেকৃবি ভর্তি আবেদনের সময় বাড়ল
ঢাকা: শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০১৩- ১৪ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ১০ নভেম্বরের পরিবর্তে ১৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লার সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
বশিরুল ইসলাম আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর সকাল ১০টায়। ফল প্রকাশ হবে ৫ ডিসেম্বরের মধ্যে।
ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য শিক্ষার্থীদের অনলাইনে আবদেন পূরণ করে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৭০০ টাকা জমা দিতে হবে। ফরম
পূরণের সময় প্রার্থীর একটি পাসপোর্ট আকারের রঙিন ছবি আপলোড করতে হবে।
বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদে মোট আসন সংখ্যা ৫০০। এর মধ্যে কৃষি অনুষদে ৩৫০, বিবিএ (এগ্রিবিজনেস) অনুষদে ৭৫ এবং অ্যানিমেল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন
অনুষদে ৭৫টি আসন রয়েছে।
ভর্তিচ্ছুদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ-৭ .০০ থাকতে হবে।
ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd থেকে বিস্তারিত জানা
যাবে।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এমআইএইচ/এসএটি/বিএসকে
0 comments:
Post a Comment