Saturday, November 9, 2013

শুরুতেই শতাধিক মনোনয়ন ফরম বিক্রি

ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক মনোনয়ন প্রত্যাশীদের কাছে সোয়া ১ ঘণ্টায় ১শ’ ৩টি মনোয়ন ফরম বিক্রি করা হয়েছে।


রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত বিক্রিত ফরমের সংখ্যা এটি।


সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনে ‍অংশ নিতে ঢাকার ১৭ জন, রাজশাহীর ১৬ জন, রংপুর ১৫ জন, খুলনার ১৬ জন, চট্টগ্রামের ২০ জন, বরিশালের ৮ জন ও সিলেটের ১১ জন নেতা ফরম ক্রয় করেছেন।


ফরম বিক্রি চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।


রোববার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নামে গোপালগঞ্জ ৩ আসনে প্রার্থিতা করার জন্য মনোনয়ন ফরম তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় ও মহানগর নেতারা।


বাংলাদেশ সময়: ১২০০ঘণ্টা, নভেম্বর: ১০, ২০১৩

জেএ/এমইউএম/‌এসইউজে/এসই/এমজেএফ/এমজেডআর





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger