নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান আশরাফের
ঢাকা: বিরোধী দলসহ দেশের সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রের পথকে সুগম করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রোববার সকাল সাড়ে দশটায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে শেখ হাসিনার মনোনয়ন কেনার সময় তিনি একথা বলেন।
শেখ হাসিনার পক্ষে মনোনয়ন কিনেন দলীয় নেতাকর্মীরা। গোপালগঞ্জ ৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য এই ফরম কেনা হয়েছে।
আশরাফ বলেন, আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। আশা করি অচিরেই অন্যদলগুলো নির্বাচনী কার্যক্রম শুরু করবে।
শেখ হাসিনার মনোনয়নের আবেদন ফরম কেনার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ন সাধারণ সম্পাদক মাহ্বুব-উল আলম হানিফ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা মৃণাল কান্তি দাস, এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ।
এদিকে মনোনয়নপত্রের আবেদন ফরম বিক্রি উপলক্ষে সকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মনোনয়ন প্রত্যাশীরা সমর্থকদের নিয়ে শোডাউন করছেন। এতে পুরো এলাকায় নির্বাচনী আমেজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রির জন্য সাতটি বিভাগের সাতটি আলাদা বুথ খোলা হয়েছে।
আগামী ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা মনোনয়নের আবেদনপত্র (ফরম) সংগ্রহ করতে এবং জমা দিতে পারবেন। মনোনয়নপত্রের আবেদন ফরমের মূল্য নেওয়া হচ্ছে ২৫ হাজার টাকা, যা আগে ছিল ১৫ হাজার টাকা।
দলীয় গঠনতন্ত্রের নির্দিষ্ট বিধি-বিধান এবং দেশের রাজনৈতিক দলবিধি অনুযায়ী নির্বাচনে যোগ্য, বিবেচিত ব্যক্তিরা এই মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে প্রচারের কাজ শুরু করতে পারবেন।
এর আগে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ১০ নভেম্বর থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র বিক্রির সিদ্ধান্ত নেন। এ আবেদনপত্র বিতরণ ও জমা দেওয়ার জন্য ২৩ সদস্যের একটি উপ-কমিটি করা হয়েছে।
মনোনয়নপ্রত্যাশীদের পরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের কাছে সাক্ষাৎকার দিতে হবে। এ সাক্ষাৎকারের ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবে বোর্ড। সংসদীয় বোর্ডে আরও রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কাজী জাফরউল্লাহ, ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ড. আলাউদ্দিন, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ১০,২০১৩
এমইউএম/এসই/বিএসডি/আরআইএস
0 comments:
Post a Comment