সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল, আটক ৫
সাতক্ষীরা: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার বিক্ষোভ মিছিল করেছে হরতাল সমর্থকরা।
সাতক্ষীরা শহরের নিউমার্কেট, ইটাগাছা, শহরের অদূরে কদমতলা, বাঁকাল, রামচন্দ্রপুরসহ জেলার সাতটি উপজেলার বিভিন্নস্থানে এ মিছিল করেছে তারা।
এদিকে, শনিবার বিকেলে পাটকেলঘাটায় গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাটকেলঘাটা থেকে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে শহরের কেন্দ্রস্থল নিউমার্কেট এলাকায় হরতাল সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
পরে ৮টার দিকে কদমতলা বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি নুরুল হুদা, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সদর পূর্ব জামায়াতের আমির হাবিবুর রহমান প্রমুখ।
হরতালে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি।
নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
আরএএস/আরআইএস-eic@banglanews24.com
0 comments:
Post a Comment