Saturday, November 9, 2013

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।


রোববার সকাল ৭টার দিকে পিকেটিং করার সময় শহরের কালীবাড়ি মোড় এলাকা থেকে সাদা পোশাকে পুলিশের একটি দল তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।


এ ঘটনায় পর থেকেই উত্তপ্ত হয়ে উঠে ব্রাহ্মণবাড়িয়ার হরতাল পরিস্থিতি।


তাকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি সমর্থকরা শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।


এদিকে, একই ঘটনার জেরে পাওয়ার হাউজ সড়কে বিএনপির সমর্থকরা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করে। রাস্তায় টায়ার ও গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।


একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।


এরআগে শনিবার রাতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে গ্রেফতার করে পুলিশ।


এদিকে, হরতালের কারণে জেলা শহর এবং বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব বাংলানিউজকে জানান, শনিবার সন্ধ্যায় ছাত্রদলের দুই গ্রুপে সংষর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় ৮০ জনসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় জহিরুল হক খোকনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ পর্যন্ত পুলিশ এ মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে।


বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

আরএএস/বিএসকে- eic@banglanews24.com





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger