সচিবালয়ে দর্শনার্থী কম, কাজে স্বাভাবিক গতি
ঢাকা: নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকে টানা ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দিনে সচিবালয়ে প্রশাসনিক কাজকর্ম চলছে স্বাভাবিকভাবে। তবে এদিন দর্শনার্থীদের উপস্থিতি কম। সচিবালয় ও আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার ভোর থেকেই সচিবালয়ের সামনের এক দিকের ও পশ্চিমে প্রেসক্লাব লাগোয়া রাস্তাটি পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। বিজিবি সদস্যদের আশেপাশে টহল দিতে দেখা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি।
হরতালের দিনে সচিবালয়ে দর্শনার্থীদের উপস্থিতি কম থাকে বলে জানান অভ্যর্থনা কক্ষের এক কর্মকর্তা। এই সংখ্যা থাকে ৫০০ থেকে ৭০০ জন।
অভ্যর্থনা কক্ষের কর্মকর্তারা জানান, রোববার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৫০ জনের মতো দর্শনার্থী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন। অন্যান্য দিনে সাধারণত আড়াই হাজার থেকে সাড়ে ২৮শ’ দর্শনার্থীর পাস পাওয়া যায়।
এদিকে অন্যান্য দিনে সচিবালয়ে গাড়ির সংখ্যা বেশি থাকলেও রোববার এই সংখ্যা কম।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এমআইএইচ/এমজেএফ/বিএসকে
0 comments:
Post a Comment