সিলেট-তামাবিল সড়কে ট্রাক উল্টে শ্রমিক নিহত
সিলেট: সিলেট-তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার নলজুরী এলাকায় পাথর বোঝাই ট্রাক উল্টে মো. ইব্রাহিম (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম ওই গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বাংলানিউজকে জানান, চালকের অনুপস্থিতিতে হেলপার ট্রাকটি চালাচ্ছিল। এসময় ট্রাকের ওপরে চারজন শ্রমিক ছিল।
তামাবিল স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাকটি নলজুড়ি এলাকায় পৌঁছামাত্র রাস্তার পাশের একটি পিলারে ধাক্কা লেগে উল্টে যায়। এতে পাথর চাপা পড়ে ঘটনাস্থলেই শ্রমিক ইব্রাহিম মারা যান। অন্য তিন শ্রমিক সামান্য আহত হয়েছেন।
নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এএএন/এসএটি/এমজেডআর
0 comments:
Post a Comment