রোব থেকে মঙ্গল হরতাল
ঢাকা: আগামী ১০ নভেম্বর সকাল ৬টা থেকে টানা ৭২ ঘণ্টা হরতালের সিদ্ধান্ত নিয়েছে ১৮ দলীয় জোট।
শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
তারই সভাপতিত্বে ১৮ দলীয় জোটের মহাসচিবদের মধ্যে বৈঠকে উপস্থিত আছেন এলডিপির ড. রেদোয়ান আহমেদ, জমিয়তে ওলামায়ে ইসলামের শাহীনুর পাশা, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, খেলাফত মসলিশের আহমদ আব্দুল কাদের, এনডিপির আলমগীর মজুমদার, ইসলামী ঐক্যজোটের ফজলুল রহমান, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৩
এমএম/জেডএম/আরআইএস
0 comments:
Post a Comment