Friday, November 8, 2013

চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার আধুনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় পুলিশ হত্যাসহ প্রায় ১০-১২টি মামলা রয়েছে বলে জানা গেছে।


লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বাংলানিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুল্লাহকে জুমার নামাজের পর গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ হত্যা, ভাংচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও হরতালে নাশকতা সৃষ্টিসহ এক ডজন মামলা রয়েছে।’

প্রসঙ্গত গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ায় ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত-শিবির কর্মীরা। লোহাগাড়ায় জামায়াত-শিবিরের হামলায় পুলিশের এক কনস্টেবল খুন হন। এসময় লোহাগাড়া ও সাতকানিয়ায় বেসরকারি ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচর করে ও পুড়িয়ে দেয় জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডারেরা।


বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩

এএএম/টিসি/এসএফআই/জেসিকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger