Friday, November 8, 2013

হীরা হয়ে গেল কাচ!

মিস এশিয়া প্যাসিফিক ওয়ার্ল্ড-২০১৩ এর চ্যাম্পিয়ন হন ভারতের সৃষ্টি রানা। তিন মহাদেশের মোট ৪৯টি দেশের সেরা সুন্দরীদের হারিয়ে ডায়মন্ডের মুকুট পরেন সৃষ্টি।


তবে আশ্চর্যের ব্যাপার হলো, দক্ষিণ কোরিয়ার বুসানে ৩০ অক্টোবর দেয়া ওই ডায়মন্ডের মুকুট এক সপ্তাহ গড়াতেই কাচে পরিণত হল। পরীক্ষার ফলাফল ডায়মন্ডের মুকুটটি নকল। এটি কাচ এবং ধাতু দিয়ে তৈরি।


কোরিয়া থেকে বৃহস্পতিবার দেশে ফিরেন সৃষ্টি রানা। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে পা দিতেই শুল্ক দফতরের কর্মীরা তাকে আটক করে। ভারতীয় আইন অনুযায়ী কোন রত্নখচিত মুকুট শুল্ক এবং অনুমতি ছাড়া বিদেশ থেকে আনা যায় না। চ্যাম্পিয়ন হওয়া সৃষ্টির বিজয় মুকুটে লেখা আছে এটি ডায়মন্ডের তৈরি। তাই নিয়ম অনুযায়ী শুল্ক পরিশোধের পর অনুমতি নিয়ে সৃষ্টিকে বিমানবন্দর ছাড়তে পারবেন।


এ সময় সৃষ্টি তার মিস এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়নের মুকুটটি বের করলেই পাল্টে যায় দৃশ্যপট। পরীক্ষা করে দেখা যায় সেই মুকুটটি আসলে কাচ আর কম দামি ধাতুর সমন্বয়ে তৈরি।


একই প্রতিযোগিতায় গত বছর ভারতের হিমাঙ্গিনী চ্যাম্পিয়ন হন। বলিউড তারকা জিনাত আমান (১৯৭০) এবং দিয়া মির্জা (২০০০) ও একই প্রতিযোগিতার সাবেক চ্যম্পিয়ন।


বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৩

এসএ/কেএইচ/জেসিকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger