Friday, November 8, 2013

কুষ্টিয়ায় ভারতীয় পণ্যসহ আটক ২

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে ভারতীয় চাদর,জিরা ও একটি মোটরসাইকেলসহ ২ চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৩২) সদস্যরা।


শুক্রবার ভোরে তাদের আটক করা হয়


আটকরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ (৩৫) ও চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা মোরাদ হোসেন (৩৮)।


বিজিবি-৩২ কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর নাহিদুজ্জামান বাংলনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে সাতশ’ পিস ভারতীয় চাদর, একশ’ কেজি জিরা ও একটি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করা হয়।


আটক মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬৪ লাখ ৮০ হাজার টাকা বলে তিনি জানান।


বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩

আরএমআই/পিসি/জেসিকে-eic@banglanews24.com





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger