Friday, November 8, 2013

ঘানার অর্থলোভী মন্ত্রী বরখাস্ত

ঢাকা: ঘানার এক মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া মন্ত্রী হচ্ছেন যোগাযোগ প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া হাম্মাহ।


১০ লাখ মার্কিন ডলারধারী না হওয়া পর্যন্ত মন্ত্রীত্ব ছাড়বেন না-তার এমন বক্তব্যের রেকর্ড ফাঁস হওয়ার পর তার বিরুদ্ধে এ পদক্ষেপ নিল সরকার।


ওই টেপ রেকর্ডে তাকে বলতে শোনা যায়, ‘আপনার অর্থ থাকলে আপনি জনগণকে নিয়ন্ত্রণ করতে পারবেন।’

টেপ রেকর্ডটি ঘানাজুড়ে ছড়িয়ে পড়েছে। তবে ওই টেপ রেকর্ড কিংবা তার বরখাস্ত হওয়া নিয়ে মন্তব্য করেননি ভিক্টোরিয়া হাম্মাহ।


গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে জন মাহামাকে জয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।


বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩

এসএফআই/আরআইএস





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger