Friday, November 8, 2013

শনিবার পদত্যাগপত্র জমা দিচ্ছেন সুরঞ্জিত

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় একথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।


আগামী ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রীলঙ্কা সফরের আগেই মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করবেন বলে জানান তিনি।


সুরঞ্জিতের আগে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার জানান, রোববারের মধ্যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।


ওই দিন এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, অচিরেই মন্ত্রিপরিষদের সব সদস্য পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন।


সুরঞ্জিত সেনগুপ্ত (ফাইল ছবি)

সুরঞ্জিত সেনগুপ্ত (ফাইল ছবি)



আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের গত মঙ্গলবার বলেছিলেন, এক সপ্তাহের মধ্যে মন্ত্রীরা পদত্যাগ করবেন, এরপর চলতি মাসের তৃতীয় সপ্তাহের শেষে বা চতুর্থ সপ্তাহের শুরুতে সর্বদলীয় সরকার গঠন করা হবে।

পদত্যাগপত্র জমা দেয়ার পর মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ে অফিস করবেন কি না- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি তা গ্রহণ না করা পর্যন্ত কাজ চালাতে কোনো বাধা নেই।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের দিকে এগোলেও বিরোধী দল নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে। ফলে নির্বাচনের কয়েক মাস আগেও রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা থেকেই যাচ্ছে।





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger