খুলনায় কিং ব্র্যান্ড সিমেন্ট পরিবেশককে গাড়ি উপহার
খুলনা: বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের এক্সক্লুসিভ পরিবেশক মেসার্স জনতা সিমেন্ট এজেন্সিকে গাড়ি উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকরা বাজারে থুকরা জনতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় কিং ব্র্যান্ড সিমেন্ট সর্বাধিক বিক্রির জন্য এ গাড়ি উপহার দেওয়া হয়।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মেঘনা সিমেন্টের নির্বাহী পরিচালক (হিসাব) মো. রবিউল ইসলাম মেসার্স জনতা সিমেন্ট এজেন্সির কর্ণধার এসএম গোলাম কুদ্দুসের হাতে গাড়ির চাবি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা সিমেন্টের হেড অব ডিভিশন (উৎপাদন) প্রকৌশলী নবারুণ কুমার সাহা, বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের খুলনা বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক মো. আব্দুল লতিফ।
গাড়ি উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে এসএম গোলাম কুদ্দুস বলেন, আমি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই কিং ব্র্যান্ড সিমেন্ট কর্তৃপক্ষকে। কেননা তারা কথা রেখেছেন।
তিনি জানান, কিংব্র্যান্ড সিমেন্টের কাছে হার মেনেছে বিদেশি কোম্পানির সিমেন্ট। বর্তমানে সারা দেশের মতো খুলনাঞ্চলে এ সিমেন্ট শক্ত অবস্থান দখল করেছে।
গাড়ি উপহার শেষে কিং ব্রান্ডের সৌজন্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এসময় ১১০ জন র্যাফেল ড্র বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিরাসহ তিন হাজারের অধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৩
এমআরএম/জেডএম/আরআইএস
0 comments:
Post a Comment