ভালোবাসার রং
ভালোবাসার রং কী?
লাল, নীল, ধূসর, গোলাপি, সোনালি
নাকি বর্ণহীন শুভ্র সতেজ পানি।
নীল সে তো বেদনায় ভারাক্রান্ত
কালো মেঘের আকাশে দুর্যোগের ঘনঘটা
মিলনের মোহনায় রং মেখেছে গোলাপি
বিরহে বেদনাবিধূর জমিলার ভবিষ্যত
ধূসরের শাড়ি পড়েছে
আনন্দ উল্লাসে মেতেছে লালে লাল
সুখের সাগরে ভাসছে সোনালী কাবিন
ঝকঝকে রোদ ঝলমলিয়ে উঠছে দিগন্তের পরে
আঁচল পেতে লই রূপালি রৌদ্র
শৃঙ্খলে আবদ্ধ নয় রং এর পরিসংখ্যান।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
জেসিকে
0 comments:
Post a Comment