Tuesday, November 5, 2013

গাংনীতে আ’লীগের হরতাল বিরোধী মিছিল


মেহেরপুর: হরতালের নামে নৈরাজ্য ও নাশককতা সৃষ্টির প্রতিবাদে বুধবার সকালে গাংনীতে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।




সকাল ৬টার দিকে জেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র ও আ’লীগ নেতা আহমেদ আলীর নেতৃত্বে একটি লাঠি মিছিল গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




এসময় উপস্থিত ছিলেন- আ’লীগ নেতা ইয়াসিন রেজা, যুবলীগ নেতা মজিরুল ইসলাম, মিলন হোসেন, আশিকুর রহমান আকাশ, ছাত্রলীগ নেতা আব্দুল আলীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু


ও জুলফিকার আলী কানন।




বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩


আরএএস/বিএসকে- eic@banglanews24.com





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger