নাইজেরিয়া থেকে ভারতীয়দের খেদানোর হুমকি
নাইজেরিয়া থেকে ভারতীয়দের খেদানোর হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
নয়াদিল্লি: নাইজেরিয়া থেকে সব ভারতীয়দের তাড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন ভারতে নিযুক্ত আবুজার একজন কূটনীতিক। খবর আইএএনএস ও আনন্দবাজার পত্রিকার।
ভারতে বসবাসরত নাইজেরীয়দের ওপর নির্যাতন বন্ধ করার আহ্বান জানান দিল্লিতে নিযুক্ত নাইজেরিয়া কুনস্যুলার অ্যাটাচে জ্যাকব ওয়াদাদিয়া।
তিনি বলেন, ‘ভারতে মাত্র ৫০ হাজার নাইজেরীয় বসবাস করেন। কিন্তু নাইজেরিয়া বাস করে ১০ লাখের বেশি ভারতীয়। ভারতের গোয়া থেকে নাইজেরীয়দের উচ্ছেদ বন্ধ না হলে ভারতীয়দের তাড়িয়ে দেয়া হবে।’
সম্প্রতি নিজ দেশের এক নাগরিক খুন হওয়ার জেরে গোয়া পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন প্রায় ২০০ নাইজেরীয়। তার পরেই ভারতে থাকার উপযুক্ত নথিপত্র না থাকলে বিদেশিদের উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের সরকার।
ভারতে বসবাসকারী নাইজেরীয়দের একটি বড় অংশ থাকেন গোয়ায়।
গত ৩০ অক্টোবর রাতে পানজিমের কাছেই মাপুসা শহরে উদ্ধার হয় এক নাইজেরীয় নাগরিকের দেহ। তাকে ছুরি মেরে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গোলমাল শুরু হয় পরের দিন। নিহতর দেহ মাপুসা থেকে গোয়া মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছিল পুলিশ। তখনই হামলা করেন প্রায় ২০০ জন নাইজেরীয়। শববাহী গাড়ি ভাঙচুর করে দেহ ছিনিয়ে নেন তারা।
এ সময় অবরোধ করা হয় মাপুসা-পানজিম জাতীয় সড়ক। জনতাকে হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। তখন ৫৩ জন নাইজেরীয় গ্রেপ্তার হন।
0 comments:
Post a Comment