Tuesday, November 5, 2013

নেতাকর্মী কম বিএনপি কার্যালয়ে, সতর্ক পুলিশ


ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৬০ ঘণ্টা হরতালের শেষ দিনে বুধবারও দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতেগোনা কয়েকজন নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। দলের সিনিয়র-জুনিয়র নেতাসহ কর্মীরা গত দু’দিনের মতোই গড়হাজির।




তবে হরতালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বিপুল সংখ্যক ৠাব-পুলিশ সদস্য বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করছেন।




সর্তকতা হিসেবে সঙ্গে রয়েছে জলকামান, সাঁজোয়া যান। এছাড়া অব্যাহত রয়েছে ৠাব-পুলিশের টহল।




বুধবার ভোর ৬টায় এসে এ রিপোর্ট লেখা পর্যন্ত কার্যালয়ের নিজ কক্ষে অবস্থান করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন মাঝারি পর্যায়ের কয়েকজন নেতাকর্মী।




কিছুক্ষণের মধ্যেই ব্রিফ করবেন মির্জা ফখরুল।




বরাবরের মতো সকাল থেকেই বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বে থাকা রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে ৮-১০ জন নেতাকর্মী কার্যালয়ে অবস্থান করছেন। এছাড়া নেতা পর্যায়ের উল্লেখযোগ্য কাউকে দেখা যাচ্ছে না।




হরতালের প্রথম দুই দিনের মতো বুধবার সকালেও জনগণ স্বত:স্ফূর্তভাবে হরতাল পালন করছে বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন রিজভী।




এদিকে হরতালের সমর্থনে রাজধানীতে সকাল থেকে হাতে গোনা কয়েকটি ছোট-খাটো মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।




উল্লেখ্য, ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের শেষ হচ্ছে বুধবার সন্ধ্যা ৬টায়। এর আগে শনিবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপার্সন ও দলের নেতা খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বেলা সোয়া ১১টার পর এ হরতালের ঘোষণা দেন।




বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩


এসই/জেডএস/এএসআর/আরকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger