Tuesday, November 5, 2013

ম্যানইউর গোলশূন্য ড্র


ঢাকা: রবিন ভ্যান পার্সির ভাগ্য সহায় ছিল না রিয়াল সোসিয়েদাদের মাঠে। তার ব্যর্থ পেনাল্টি কিকে সোসিয়েদাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ‘এ’ গ্রুপের ম্যাচে এক পয়েন্ট পেয়েছে তারা। বায়ার লেভারকুসেন ও শাখতার দোনেৎস্কের ম্যাচটিও গোলের মুখ দেখেনি।




৬৫ মিনিটে পার্সির জোরালো একটি শট গোলবারের ডান প্রান্তে লাগে। চার মিনিট পর পাওয়া পেনাল্টি কিকও একইভাবে ব্যর্থ। প্রথমার্ধ দুদলের জন্য মুষরে পড়ার মতো ছিল। দ্বিতীয়ার্ধে কিছুটা আধিপত্য ফিরে পায় ম্যানইউ। ৫০ মিনিটে খালি জাল পেয়েও বল বারের উপর দিয়ে চলে যায় জাভিয়ের হার্নান্দেজের শটে।




৯০ মিনিটে ম্যানইউ মিডফিল্ডার মরোনে ফেলাইনি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ভাগ্য ভালো সোসিয়েদাদ অঘটন ঘটাতে পারেনি।




আট পয়েন্ট নিয়ে এখনও গ্রুপের শীর্ষে ম্যানইউ। সাত পয়েন্ট নিয়ে তাদের পরে বায়ার লেভারকুসেন। আর এবারের মিশনে এটাই প্রথম পয়েন্ট সোসিয়েদাদের। পরের পর্বের আশা টিকে থাকতে বেশ কিছু হিসাবনিকাশ করতে হচ্ছে তাদের। পরের ম্যাচে লেভারকুসেনের বিপক্ষে ম্যানইউর জয়ের জন্য প্রার্থনা করতে হবে স্প্যানিশ দলটিকে, একই সঙ্গে শাখতারকে হারাতে হবে তাদের। পাঁচ পয়েন্টে তিনে শাখতার।




বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ০৬ নভেম্বর ২০১৩


এফএইচএম/আরকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger