Tuesday, November 5, 2013

পেছালো সিরিয়া শান্তি আলোচনা


দূরদেশ ডেস্ক




এ মাসের শেষের দিকে জেনেভায় অনুষ্ঠিতব্য সিরিয়ার শান্তি আলোচনা বিলম্বিত হয়েছে। তবে এ বছরই এ আলোচনা শেষ করার চেষ্টা করা হচ্ছে বলে জানান জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি।




জ্যেষ্ঠ কূটনীতিকদের সাথে বৈঠকের একদিন পর লাখদার ব্রাহিমি জানান যে, এখনো কোনো নির্দিষ্ট দিন ঘোষণা করার মতো অবস্থা হয়নি।




ব্রাহিমি জানান, তিনি ২৫ নভেম্বর আবারো মার্কিন ও রাশিয়ান কূটনীতিকদের সাথে বসে কথা বলবেন। গত একমাস ধরে সম্মেলন সংগঠনের চেষ্টা করছে আন্তর্জাতিক অঙ্গন।




তবে সিরিয়া শান্তি আলোচনা পিছিয়ে যাওয়ায় নতুন করা শুরু করতে হবে। এ প্রসঙ্গে ব্রাহিমি সাংবাদিকদের বলেন, “আমরা আশা করেছিলাম যে আমরা অন্তত নির্দিষ্ট দিন ঘোষণা করতে পারব। কিন্তু দুর্ভাগ্যবশত তা করতে পারছি না।”




আশা না হারানো ব্রাহিমি আরো বলেন, “তবে আমরা আশা করছি এ বছরের মধ্যেই একটি সম্মেলন আয়োজনে সমর্থ হব।”




এই শান্তি আলোচনার ধারণাটি প্রথম উচ্চারিত হয়েছিল এ বছরের মে মাসে। তারপর জাতিসংঘের মহাসচিব বান কি মুন পরীক্ষামূলকভাবে মধ্য নভেম্বরে সম্মেলন আয়োজনের কথা বলেছিলেন।




আআ/অআ





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger