Tuesday, November 5, 2013

জামায়াত-শিবিরের মিছিলে পুলিশের গুলি, গুলিবিদ্ধ ৯


জামায়াত-শিবিরের মিছিলে পুলিশের গুলি, গুলিবিদ্ধ ৯






নিজস্ব প্রতিবেদক


আরটিএনএন


ঢাকা: হরতাল সমর্থনে রাজধানীর গুলশানে বের করা জামায়াত-শিবির নেতাকর্মীদের একটি মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এতে নয়জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।




বুধবার সকাল ৭টার দিকে শাহজাদপুর এলাকায় হরতাল সমর্থনে মিছিল বের জামায়াত-শিবির নেতাকর্মীরা।




এ সময় আতঙ্ক ছড়াতে মিছিল থেকে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটনো হয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাদের লক্ষ্য করে শর্টগানের গুলিবর্ষণ করে। এতে এক পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়।




জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, পুলিশের গুলিতে অন্তত নয় নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে।




গুলাশন থানার ওসি রফিকুল ইসলাম বলেন, জামায়াত-শিবির নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের প্রতিহত করে।







  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger