Tuesday, November 5, 2013

হরতাল সর্মথনে বিএনপি সাংসদদের মিছিল


ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৬০ ঘণ্টা হরতালের শেষদিনে সংসদ ভবন এলাকায় মিছিল করেছে বিএনপি সংসদ সদস্যরা।




বুধবার সকাল দশটার দিকে সংসদ সদস্যরা হরতাল সর্মথনে একটি মিছিল নিয়ে সংসদের মূলগেট পর্যন্ত এসে আবার সংসদ ভবনে ফিরে যায়।




মিছিলে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মাহবুব উদ্দিন খোকন, আশিফা আশরাফি পাপিয়াসহ ১১জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।




উল্লেখ্য, ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের শেষ হচ্ছে বুধবার সন্ধ্যা ৬টায়। এর আগে শনিবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপার্সন ও দলের নেতা খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বেলা সোয়া ১১টার পর এ হরতালের ঘোষণা দেন।




বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩


আইএ/এসই/জেডএস/বিএসকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger