শিবালয়ে বাসে আগুন
মানিকগঞ্জে: ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে পিকেটাররা।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের শেষদিন বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্র জানায়, ভোরে গার্মেন্টস শ্রমিকদের নেওয়ার জন্য একটি বাস উথুলী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলো। এসময় হঠাৎ করে একদল পিকেটার এসে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩
আরএমআ/এসআই/বিএসকে- eic@banglanews24.com
0 comments:
Post a Comment