Thursday, November 7, 2013

শনিবার মন্ত্রিসভা ছাড়ছেন সুরঞ্জিত

ঢাকা: দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত শনিবার প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেবেন।


শুক্রব‍ার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় খাজা নিজামউদ্দিন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি নিজেই এ কথা জানান।


সুরঞ্জিত আরো জানান, আগামী ১৪ নভেম্বর প্রধানমন্ত্রীর শ্রীলংকা সফরের আগেই মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগপত্র জমা দেবেন।


এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে বলেও জানান সুরঞ্জিত।


বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৩

এসইউজে/ইউএম/জেডএম/জিসিপি





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger