Thursday, November 7, 2013

বেঁচে গেলেন অনন্ত-বর্ষা !

বর্তমান সময়ের আলোচিত জুটি অনন্ত-বর্ষা এক সড়ক দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন। গত ৭ নভেম্বর নিজ বাসা থেকে বের হওয়ার পর মোহাম্মদপুর থানার সামনে এক দুর্ঘটনা ঘটে। তবে দুজনের কারো কোনো ক্ষতি না হলেও অনন্তের বিএমডব্লিউ গাড়িটির বেশ ক্ষতি হয়েছে।


এ বিষয়ে অনন্ত জলিলের মিডিয়া ম্যানেজার সজীব বাংলানিউজকে বলেন, ‘শুক্রবার রাজধানীর র‌্যাডিসন হোটেলে মুনসুন ফিল্মের একটি অনুষ্ঠান রয়েছে। মূলত এ অনুষ্ঠানের প্রস্তুতির কাজেই বাসা থেকে বের হচ্ছিলেন তারা। কিন্তু হঠাৎ করেই পেছন থেকে বেপরোয়া ভাবে একটি বাস এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। তবে গাড়ির ক্ষতি হলেও তারা প্রাণে বেঁচে যান।’


প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় এম এ জলিল অনন্ত পরিচালিত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিটির সাফল্য নিয়ে এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন অনন্ত-বর্ষাসহ মিডিয়ার নানা ব্যক্তিবর্গ।


বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩

এমকে/এডিবি





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger