পরীক্ষা বিঘ্নকারী কর্মসূচি না দেওয়ার আহবান
ঢাকা: পরীক্ষার্থীদের দুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি দেওয়া থেকে রাজনৈতিক দলসহ সকলকে বিরত থেকে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।
শুক্রবার সরকারি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিদর্শন শেষে মোবাইল ফোনে প্রতিমন্ত্রী বাংলানিউজকে বলেন, বিরোধীদলের হরতালের কারণে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জেএসসি ও জেডিসির দুই দিনের পরীক্ষা পেছাতে হয়েছে। আর যেন পরীক্ষা বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন।
সকালে মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন মোতাহার হোসেন।
হরতালের কারণে ৪ ও ৬ নভেম্বরের জেএসসি ও জেডিসির পরীক্ষা পিছিয়ে শুক্রবারের নেওয়া হয়। এবার দেশের ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
৪ নভেম্বরের বাংলা ১ম পত্র এবং কুরআন মাজীদ ও তাজবিদ পরীক্ষা শুক্রবার দুপুর সোয়া দু’টায় শুরু হবে। ৬ নভেম্বরের পরীক্ষা বাংলা ২য় পত্র এবং আরবি ১ম পত্র আগামী ৯ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে শুরু হবে।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট, জেএসসি ও জেডিসি ছাড়াও বেসরকারি একটি ব্যাংকে নিয়োগ পরীক্ষা রয়েছে।
সব মিলে ঢাকায় এদিন পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখেরও বেশি।
এক পরিবহন নেতা হত্যার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে রাজধানীতে পরিবহন ধর্মঘট পালন করে শ্রমিক নেতারা। এতে চরম দুর্ভোগে পড়েন সকালের পরীক্ষার্থীরা। সাধারণ মানুষও চরম বিড়ম্বনায় পড়েন।
পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বাংলানিউজকে বলেন, আমরা ধর্মঘট-হরতালের মত কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়ে আসছি। সবাইকে কোমলমতি পরীক্ষার্থীসহ সকল পরীক্ষার্থীর কথা বিবেচনা করা উচিত।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০ নভেম্বর প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়ে ২৮ নভেম্বর শেষ হবে। এসময় বিরোধীদলসহ সকলকে পরীক্ষা বিঘ্নকারী কর্মসূচি থেকে বিরত থাকতে হবে।
এদিকে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরিবহন ধর্মঘট শিথিল করে বেলা ১২ টা পর্যন্ত করেছে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
এমআইএইচ/এনএস/জিসিপি
0 comments:
Post a Comment