Thursday, November 7, 2013

উদার মনোভাব নিয়ে সংলাপের দরজা খোলা

ঢাকা: উদার মনোভাব নিয়ে সংলাপের দরজা খোলা রেখেছি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লা।


শুক্রবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও বোর্ড গঠন প্রক্রিয়া নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন


তিনি বলেন, আমরা দেশকে নির্বাচনী আবহে নিয়ে এসেছি। কারও মনে নির্বাচন নিয়ে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। এখনো বিএনপির পক্ষ থেকে সংলাপের সাড়া পাইনি। তবে সংলাপের দরজা বন্ধ হয়নি।


চলতি সংসদ অধিবেশনের মেয়াদ বাড়ানো প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কাজী জাফরউল্লা বলেন, আপনাদের (বিএনপি) মতামত তুলে ধরার জন্য সংসদের মেয়াদ বাড়ানো হয়েছে। আমরা আশা করছি এই সময়ের মধ্যে আপনারা সংসদে এসে মতামত তুলে ধরবেন।


তিনি বলেন, আমাদের কাছে খবর আছে, ভেতরে ভেতরে আপনারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তারা প্রার্থীও ঠিক করছেন। বিএনপির নেতাকর্মীরাও এই মুর্হূতে নির্বাচনে অংশ নিতে উৎসুক। কিন্তু পারছে না শুধু সিগন্যালের অপেক্ষায়।


এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াত নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। আমরা স্পষ্টভাবে জাতিকে আশ্বস্ত করে বলতে চাই, দেশে সঠিক সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


তিনি বলেন, সংবিধান মোতাবেক আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এ জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দলীয়ভাবে প্রস্তুতি গ্রহণ করছি।


সভায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।


বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩

এসইউজে/জেডএস/জিসিপি





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger