নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত
ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না জামায়াতে ইসলামী বাংলাদেশ। উচ্চ আদালতে দলের নিবন্ধন বাতিল হওয়ায় দলটি এখন আর ইসির নিবন্ধিত দল হিসেবেও থাকছে না।
বিষয়টি এরই মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
বৃহস্পতিবার ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহনেওয়াজ এ কথা বলেন।
তিনি বলেন, গত আগস্ট মাসে জামায়াত সম্পর্কিত মামলাটির রায় হয়েছে। আমরা আমাদের আইনজীবীর মাধ্যমে গতকাল সে রায়ের কপি হাতে পেয়েছি। আদালতের রায়ের মতে আপাতত তাদের নিবন্ধন অবৈধ ঘোষণা করে বাতিল করা হয়েছে। আমরা বিষয়টি ওয়েবসাইটে প্রকাশ করেছি।
তিনি বলেন, কোনো অনিবন্ধিত দলের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সে হিসেবে জামায়াতও দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
আরএম/কেএইচকিউ/জিসিপি
0 comments:
Post a Comment