আর ফোন করবেন না প্রধানমন্ত্রী
ঢাকা: দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর এ বৈঠকে ব্যবসায়ী নেতাদের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েয়েছেন তিনি আর নতুন করে খালেদা জিয়াকে ফোন করবেন না। তবে দাওয়াত বহাল আছে।
খালেদা জিয়া ফোন করে আসলে থাকবেন বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।চলে ১টা পর্যন্ত।
বৈঠক সূত্র জানায়, একাধিক ব্যবসায়ী প্রধানমন্ত্রীকে আবারও খালেদা জিয়াকে সংলাপের জন্য ফোন করার অনুরোধ জানান।
এসময় তিনি বলেন, ‘আমি আর তাকে টেলিফোন করবো না।আমি সমঝোতার প্রস্তাব দিয়ে রেখেছি।আমার দাওয়াত বহাল আছে। এখন বিরোধী দলীয় নেত্রী টেলিফোন করে আসতে পারেন। আমি থাকবো।’
ব্যবসায়ীদের তিনি আরও বলেন, ‘অগণতান্ত্রিক শক্তিকে আর আসার সুযোগ আমি দেবো না। এবার অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসলে ১০ বছরেও নির্বাচন হবেনা। আপনারাও ব্যবসা করতে পারবেন না।’
দু’দলের মহাসচিব পর্যায়ে সংলাপ শুরু করা নিয়ে ব্যবসায়ীদের প্রস্তাবে প্রধানমন্ত্রী তেমনটা আগ্রহ দেখাননি বলেও ওই সূত্রের দাবি।
এর আগে ব্যবসায়ী নেতারা গত শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। নিঃশর্ত সংলাপে বসতে তাঁরা বিরোধীদলীয় নেত্রীর প্রতি আহ্বান জানান। এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন ওই বৈঠকে নেতৃত্ব দেন।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
এসএআর/এনএস/জিসিপি
0 comments:
Post a Comment