আলীমের খালাস চেয়ে আপিল
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদণ্ড থেকে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল আলীমের খালাস চেয়ে আপিল করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আলীমের পক্ষে অ্যাডভোকেট জয়নাল আবেদিন এ আবেদন করেন।
আবেদন অনুযায়ী, আপিলে আলীমের পক্ষে লড়বেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুবু হোসেন।
আলীমের খালাস পাওয়ার ১২০ টি কারণ রয়েছে বলেও যুক্তিতর্ক তুলে ধরবেন তারা।
এর আগে গত ৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল আলিমকে আমৃত্যু কারাদণ্ডদেশ দেন।
আব্দুল আলীমের বিরুদ্ধে ১৭টি অভিযোগের মধ্যে হত্যা-গণহত্যার ৯টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলেও শারীরিক-মানসিক অক্ষমতার কারণে মৃত্যুদণ্ডের পরিবর্তে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
অন্যদিকে ৬টি অভিযোগ প্রমাণিত হয়নি এবং বাকি দু’টিতে প্রসিকিউশন কোনো সাক্ষী হাজির না করায় সেগুলোতে কোনো মতামত দেওয়া হয়নি।
অভিযোগগুলোর মধ্যে ১, ২, ৬, ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৪ নম্বর অভিযোগ প্রমাণিত এবং ৩, ১১, ১৩, ১৫ ও ১৬নং অভিযোগ প্রমাণিত হয়নি বলে রায়ে উল্লেখ করেছেন ট্রাইব্যুনাল।এছাড়া ৪ ও ৫ নং অভিযোগে প্রসিকিউশন কোনো সাক্ষী না আনায় সেগুলোতে কোনো মন্তব্য করেননি ট্রাইব্যুনাল।এগুলোর মধ্যে ২, ৮, ১০ ও ১৪ নম্বর অভিযোগে যাবজ্জীবন (আমৃত্যু কারাদণ্ড), ৬, ৭, ৯ ও ১২ নম্বর অভিযোগে ২০ বছর করে এবং ১ নম্বর অভিযোগে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয় আব্দুল আলীমকে।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৩
এমইএস/জেডএস/বিএসকে
0 comments:
Post a Comment