নিরপেক্ষতার জায়গা নেই: নাসিম
বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠকের পর ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিরপেক্ষতার কোনো জায়গা নেই। মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন সে অবস্থান নিতে হবে।”
চলমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ত্রুটি-বিচ্যুতির মধ্যেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।”
আওয়ামী লীগসহ মহাজোটের শরিক দলগুলোর তৃনমূল নেতাকর্মীদের প্রতি দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি ।
0 comments:
Post a Comment