Thursday, November 7, 2013

শচীন থেমেছেন ১০ রানে

কলকাতা: ক্যারিয়ারের ১৯৯তম টেস্ট ও কলকাতার ইডেন গার্ডেনের শেষ টেস্টের প্রথম ইনিংসে শচীন টেন্ডুলকারকে থামতে হয়েছে মাত্র ১০ রানে। তার শিকারি শন শিলিংফোর্ড।


ওয়েস্ট ইন্ডিজের ২৩৪ রানের জবাবে প্রথম ইনিংস খেলতে নামে ভারত। প্রথম দিন বিনা উইকেটে ৩৭ রানে দিন শেষ করেছিল স্বাগতিকরা। কিন্তু বৃহস্পতিবার বিপদে পড়েছিল ব্যাটসম্যানরা। শিখর ধাওয়ান ২৩ ও মুরালি বিজয় ২৬ রানে আউট হলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ২১তম ওভারের পঞ্চম বলে মাঠে নামেন শচীন।


২৪ বল নিজেকে ব্যাটিং উইকেটে টিকিয়ে রেখেছেন ভারতীয় ব্যাটিং গ্রেট। এর মধ্যে দুটি বাউন্ডারি হাঁকিয়েছেন, দুটিই শিলিংফোর্ডের ওভারে। অবশেষে ১৩তম ওভারে এই ডানহাতি অফ ব্রেকারের এলবিডব্লুর ফাঁদে পড়েন শচীন।


শিলিংফোর্ড এই উইকেট শিকার করে প্রতিশোধ নিলেন বলা চলে। কারণ, প্রথম ইনিংসে শচীন দুই ওভারে একটি মাত্র উইকেট নিয়েছেন, যেটা এই স্পিনারের। একইভাবে এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি।


বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ৭ নভেম্বর ২০১৩

এফএইচএম/এমজেডআর





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger