নয়াপল্টন থেকে কোরিয়া প্রবাসী আটক
ঢাকা: নয়াপল্টনে বিএনপি অফিসে সামনে থেকে রিয়াজুল ইসলাম নামে সন্দেহভাজন কোরিয়া প্রবাসী এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।
১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টা হরতালের তৃতীয় দিন বুধবার সকালে পার্টি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি ছবি তুলছিলেন। এ সময় সেখানে দায়িত্বরত মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল হাসানের নির্দেশে তাকে আটক করা হয়। নিয়ে যাওয়া হয় পল্টন থানায়।
আটক রিয়াজুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৩
এমএম/জেডএম/বিএসকে
0 comments:
Post a Comment