Tuesday, November 5, 2013

না’গঞ্জে শিবিরের রেলপথ অবরোধ,বিএনপির মিছিল


নারায়ণগঞ্জ: ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে বুধবার ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আগুন ধরিয়ে প্রায় আধাঘণ্টা অবরোধ করে রেখেছিল শিবির কর্মীরা। এছাড়া হরতাল সমর্থনে মিছিল করেছে নারায়ণগঞ্জ নগর বিএনপি, মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল। এ সব মিছিলে পুলিশ বাধা দিলে ধস্তাধস্তির সময়ে সামান্য আহত হন ২ জন।




প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৬ টায় মহানগর ছাত্রশিবির কর্মীর শহরের গলাচিপা থেকে উকিলপাড়া পর্যন্ত নারায়ণগঞ্জ-ঢাকা (কমলাপুর) রেললাইনের কয়েকটি স্পটে আগুন ধরিয়ে দেয়।তারা সেখানে আধাঘণ্টা অবস্থান করে হরতালের সমর্থনে মিছিলসহ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ছত্রভঙ্গ হয়ে পড়ে শিবিরকর্মীরা। তবে এ সময় তারা কোন প্রকার ভাঙচুর করেনি।




এদিকে হরতালের শুরুতে সকাল সাড়ে ৬টায় শহরের মাসদাইর এলাকার নারায়ণগঞ্জ-পাগলা-ঢাকা সড়কের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদ হাসান রোজেল ও যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে রোজেল সহ ২জন আহত হয়। পরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।




সকাল ৭ টায় শহরের দেওভোগ পাক্কা রোড এলাকা হরতালের সমর্থনে একটি মিছিল বের করে নগর বিএনপি ও মহানগর যুবদল।




মিছিলে উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ সভাপতি নুরুল হক চৌধুরী দিপু, হাজী শাহীন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আকতার হোসেন খোকন শাহ, আনোয়ার হোসেন আনু, জুলহাস, প্রমুখ।




মিছিলটি দেওভোগ থেকে বের হয়ে বঙ্গবন্ধু সড়কে আসার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে আবারও পাক্কারোডের দিকে ঘুরে যায়।




পরে যুবদল কর্মীরা আলী আহম্মদ চুনকা সড়কে মিছিল সহ এসে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে হরতালের সমর্থনে স্লোগান দেয়। তবে পুলিশ আসার আগেই সরে পড়ে তারা।




এদিকে রেলপথে আগুন দেওয়ার ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, গলাচিপা এলাকায় রেল সড়কে কয়েকজন অজ্ঞাত যুবক রেলপথে আগুন দেয়।পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই চলে যায় তারা। রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।




বাংলাদেশ সময় : ০৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩


তানভীর/আরআই/আরকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger