খালাসপ্রাপ্তদের মুক্তি মিলছে না এখনই
ঢাকা: পিলখানা হত্যাযজ্ঞ মামলায় খালাস পেলেও মুক্তি মিলছে না হত্যা মামলা থেকে খালাস পাওয়া ২৭১ সৌভাগ্যবান আসামির।
মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার তৃতীয় অতিরিক্ত জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান ৮৪৬ জীবিত আসামির মধ্যে ২৭১ আসামিকে বেখসুর খালাস ও বাকিদের মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
একই ঘটনায় দায়ের করা বিষ্ফোরক মামলার আসামিও হচ্ছেন মঙ্গলবারের রায়ে খালাসপ্রাপ্ত ২৭১ আসামি। এছাড়া বিদ্রোহের ঘটনায় বিভাগীয় মামলায়ও তারা অনেকেই সাজাপ্রাপ্ত আসামি। ফলে হত্যা মামলার রায়ে খালাস পেলেও তারা মুক্তি পাচ্ছেন না।
খালাসপ্রাপ্ত আসামিরা সহসাই মুক্তি পাচ্ছেন কিনা রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজলের কাছে জানতে চাওয়া হলে তিনি বাংলানিউজকে জানান, আসামিরা এ মামলায় খালাস পেলেও সহসাই মুক্তি পাচ্ছেন না। কেননা আসামিদের সবাই একই ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলার আসামি। ওই মামলায় জামিন না হওয়া পর্যন্ত কোনো আসামি মুক্তি পাবেন না।
তিনি আরো বলেন, এছাড়াও খালাসপ্রাপ্তদের অনেকেই বিডিআর বিদ্রোহ মামলার আসামি। ফলে আসামিদের আপাতত কারাগারেই থাকতে হচ্ছে।
পিলখানা মামলায় আসামিপক্ষের অন্যতম আইনজীবী শামীম সরদার বাংলানিউজকে বলেন, বিস্ফোরক মামলায় কোনো আসামি জামিনে নেই। খালাসপ্রাপ্ত আসামিরা বিষ্ফোরক মামলার আসামি হওয়ায় ওই মামলায় জামিন না হওয়া পর্যন্ত তারা আপাতত মুক্তি পাচ্ছেন না।
বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, নভেম্বর ০৬,২০১৩
এমআই/বিএসডি/বিএসকে
0 comments:
Post a Comment