Tuesday, November 5, 2013

মোহাম্মদপুর-মিরপুরে শিবিরের মিছিল, ককটেল


ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের শেষ দিন বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে হরতাল সর্মথনে মিছিল করেছে শিবির কর্মীরা। এ সময় তারা দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়।




প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে থেকে কয়েকজন শিবিরকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় মার্কেটের সামনে গিয়ে তারা দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।




এদিকে প্রায় একই সময়ে মিরপুর বাঙলা কলেজের সামনে ঢাকা মহানগর পশ্চিমের শিবির কর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। এ সময় স্থানীয় আওয়ারী লীগ কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।




তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।




বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩


এনএম/জেডএস/বিএসকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger