চাটমোহরে সাংবাদিক ছুরিকাহত, আটক ১
পাবনা: পাবনার চাটমোহর উপজেলার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকার প্রধান প্রতিবেদক শেখ সালাউদ্দিন ফিরোজ (৪৭) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চাটমোহর বাসস্ট্যান্ড এলাকায় তার বাড়ির কাছে এ হামলার ঘটনা ঘটে।
আহত ফিরোজের দেওয়া তথ্য অনুযায়ী রাতেই আলম হোসেন (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার লাউতিয়া গ্রামে।
গুরুতর আহত অবস্থায় ফিরোজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চাটমোহর বাসস্ট্যান্ড এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে।
আহত ফিরোজের পারিবারিক সূত্র ও পুলিশ বাংলানিউজকে জানায়, রাতে কাজ শেষে ফিরোজ বাড়িতে ফিরছিলেন। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে পেছন থেকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তার চিৎকারে আশপাশের লোকজন ও স্বজনরা এসে তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর হাসপাতালে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ফিরোজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপন বাংলানিউজকে জানান, বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফিরোজের অস্ত্রোপচার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনে ফিরোজকে ঢাকায় নেওয়া হতে পারে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী বাংলানিউজকে জানান, হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার সকাল ৯টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩
আরএএস/বিএসকে- eic@banglanews24.com
0 comments:
Post a Comment