খুলনায় অটোরিকশায় আগুন, আটক দুই
খুলনা: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৬০ ঘণ্টা হরতালের শেষ দিন খুলনায় সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে পিকেটাররা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার সকাল সাড়ে ৮টায় নগরীর বৈকালী ও মজগুন্নী এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, অটোরিকশাটি মহানগরীর দিকে আসছিল। এ সময় পিকেটাররা অটোরিকশাটি থামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
এছাড়া জেলার পাইকগাছা উপজেলা থেকে দুই জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- জামায়াতের দক্ষিণ জেলা নায়েবে আমির মাওলানা অ্যাডভোকেট লিয়াকত আলী ও জামায়াত নিয়ন্ত্রিত শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ জেলা সভাপতি তামজিদ আলম।
বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রাম থেকে গোপন বৈঠকের সময় পুলিশ তাদের আটক করে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩
এমআরএম/জেডএস/বিএসকে
0 comments:
Post a Comment