শেষ দিনের হরতালেও অবরোধ-ভাঙচুর-সংঘর্ষ
শেষ দিনের হরতালেও অবরোধ-ভাঙচুর-সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষে পালিত হচ্ছে বিরোধী জোট ১৮ দলের টানা ৩০ ঘণ্টা হরতালের তৃতীয় ও শেষ দিন।
এ সময় পিকেটারদের লক্ষ্য করে পুলিশ গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকজনকে আটকের ঘটনা ঘটেছে।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে সোমবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় দফায় দেশব্যাপী ৬০ ঘণ্টা হরতালের ডাক দেয় বিরোধী জোট ১৮ দল।
বুধবার ভোর ৫টার দিকে ডেমরা চৌরাস্তায় মিছিল বের করে হরতাল সমর্থকরা। এ সময় স্থানীয় শ্রমিক লীগ কার্যালয়ে আগুন দেয় তারা। অগ্নিসংযোগকারীরা জামায়াত-শিবির নেতাকর্মী বলে স্থানীয় আওয়ামী লীগ দাবি করেছে।
ভোর ৬টার দিকে যাত্রবাড়ীর টিকাটুলিতে র্যাীব-৩ এর কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির নেতাকর্মীরা। পরে র্যা্ব তৎপর হয়ে উঠলে তারা সটকে পড়ে।
একই সময় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় হরতাল সমর্থনে মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সকাল পৌনে ৮টার দিকে যাত্রবাড়ী জুরাইন কমিশনার রোডে হরতাল সমর্থনে মিছিল করে যাত্রবাড়ী স্বেচ্ছাসেবক দল। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
হরতাল সমর্থনে বুধবার সকাল ৮টার দিকে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব বনশ্রীতে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন মহানগরী পূর্বের সেক্রেটারি রেজাউল হক রিয়াজ।
0 comments:
Post a Comment