ঈশ্বরদীতে রেললাইন উপড়ে ফেললো পিকেটাররা
ঈশ্বরদী: বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টা হরতাল শুরুর আগেই রোববার ভোরে পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে রেললাইন উপড়ে ফেলেছে পিকেটাররা।
রোববার ভোরে শ্রীরামগাড়ী এলাকায় ঈশ্বরদী-ঢাকা রেললাইনের একটি রেলপাত গ্যাস বার্নার দিয়ে কেটে দিলে ঈশ্বরদী-ঢাকা, রাজশাহী-ঢাকা, খুলনা-ঢাকাসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রেললাইন উপড়ে ফেলার কারণে সকালে রাজশাহী ও ঈশ্বরদী থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে ঈশ্বরদী হয়ে খুলনাগামী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা রেললাইন জোড়া লাগিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী আব্দুল করিম।
ঘটনাস্থলে থাকা পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী প্রকৌশলী আব্দুস সাত্তার বাংলানিউজকে জানান, ২০ ফুট লম্বা একটি রেলপাত কেটে জোড়া দেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
তিনি জানান, দিনাজপুর থেকে ঈশ্বরদী বাইপাস হয়ে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন আব্দুল্লাহপুর জংশন স্টেশনে এবং ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন মুলাডুলি রেল স্টেশনে থামিয়ে রাখা হয়েছে।
রেললাইন সচল না হওয়া পর্যন্ত ঈশ্বরদী-ঢাকা, রাজশাহী-ঢাকা, খুলনা-ঢাকাসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে বলেও জানান তিনি।
কর্মরত শ্রমিকরা বাংলানিউজকে জানান, দুপুর নাগাদ রেললাইন জোড়া দেওয়ার কাজ শেষ হতে পারে।
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার পংকজ কুমার সাহা এ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, রেললাইনে এ ধরনের নাশকতায় মানুষের ভোগান্তি আরো বেড়েছে।
বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এইচএ/বিএসকে
0 comments:
Post a Comment