পিকেটারদের ছোঁড়া ইটে যুবক আহত
চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় হরতালকারীদের ছোঁড়া ইটের আঘাতে মো.বেলাল (২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, বেলাল সঙ্গীতশিল্পী প্রেমসুন্দর বৈঞ্চবের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের কর্মচারী। নগরীর সিনেমা প্যালেস এলাকায় ওই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য সাউন্ড সিস্টেম ভাড়া দেয়া হয়।
বেলালের সহকর্মী মো.মোর্শেদ বাংলানিউজকে জানান, সিনেমা প্যালেস থেকে টেম্পুতে করে সাউন্ডের যন্ত্রপাতি নিয়ে তারা রাউজানের নোয়াপাড়ায় হিন্দু সম্প্রদায়ের জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে যাচ্ছিল।
তাদের বহনকারী টেম্পুটি বাহির সিগন্যাল এলাকায় সিএন্ডবির মোড়ের অদূরে যাওয়ার সময় আকস্মিকভাবে কয়েকজন পিকেটার তাদের গাড়ি লক্ষ্য করে বড় বড় ইটের টুকরা ছুঁড়তে শুরু করে। এসময় টেম্পুর দরজার কাছে বসা বেলায় মাথায় গুরুতর আঘাত পান।
আহত বেলালকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলাল হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসকের বরাত দিয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ বাংলানিউজকে জানান, আহত বেলালের অবস্থা আশংকামুক্ত।
বেলাল নগরীর ডিসি রোড এলাকার বাসিন্দা মৃত আলী নেওয়াজের ছেলে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১১৫ঘণ্টা, নভেম্বর ০৯,২০১৩
এএএম/এমইউ/আরডিজি/টিসি
0 comments:
Post a Comment