Saturday, November 9, 2013

গাজীপুরে যানবাহনে আগুন, শিবিরের মিছিল, আটক ১৫

গাজীপুর: বিরোধী দল আহুত ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দিনে গাজীপুরে বিভিন্ন যানবাহন টায়ারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রাস্তায় ও ব্রীজে আগুন দিয়ে মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। এসব ঘটনায় সারা জেলায় ১৫ জন আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ৮টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় ইসলামী ছাত্র শিবির একটি ঝটিকা মিছিল বের করে। ভোররাত ৪টা ১৫ মিনিটে টঙ্গী- নরসিংদী সড়কের টঙ্গী এলাকায় শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুতে টায়ার জ্বালিয়ে আগুন দেয় হরতালকারীরা। এর আগে শনিবার মধ্যরাতে সিলেট বাইপাস সড়কের নাওজোর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করে হরতাল সমর্থকরা।


স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা ও বাঘের বাজার এলাকায় বিএনপির পিকেটাররা ঢিল ছুঁড়ে কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করে। সকাল ৮টার দিকে ঢাকা-নরসিংদী সড়কের গাজীপুর সদর থানার পূবাইল এলাকায় হরতালের পক্ষে মিছিল করার সময় পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় ঝটিকা মিছিল।


গাজীপুর জেলা পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, জেলার ৬টি থানা এলাকা থেকে নাশকতা চেষ্টার অভিযোগে জামায়াত-শিবির-বিএনপির ১৪ জন পিকেটারকে আটক করা হয়েছে।


জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, হরতালে জনমনে তেমন প্রভাব পড়ছে না। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।


এদিকে হরতালের শুরুতে সারা জেলায় দুর পাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ ও সাদা পোষাকে গোয়েন্দারা কাজ করছেন। মাঝে মধ্যে ৠাব ভ্রাম্যমান অবস্থায় টহল দেয়।


বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ১০,২০১৩

আরএ/বিএসডি/আরআইএস





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger