Saturday, November 9, 2013

খুলনায় চলছে পিকেটিং বিহীন হরতাল

খুলনা: আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে খুলনায় পিকেটিং বিহীন হরতাল চলছে। সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত খুলনায় বিএনপি সহ ১৮ দলের কোনো পিকেটারকে রাস্তায় দেখা যায়নি।


বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৮৪ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মহানগরীর ৮ থানা এলাকায় দুই তিনটি মিছিল ছাড়া হরতাল সমর্থকদের অন্য কোনো তৎপরতা চোখে পড়েনি।


কোথাও কোনো অবরোধ, নাশকতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়নি।


নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির এক শীর্ষ নেতা বাংলানিউজকে জানান, গ্রেফতার ও মামলার আতঙ্কে নেতা কর্মীরা নিরাপদ দূরত্বে রয়েছেন। যে কারণে কেউ পিকেটিং করতে রাস্তায় নামছে না।


হরতাল শুরু থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও ভ্যান চলতে দেখা গেছে। তবে এর সংখ্যা খুবই কম। দূরপাল্লার কোনো পরিবহন ছাড়েনি। সেই সঙ্গে দেশের অন্যান্য রুট থেকে বাস টার্মিনালে পরিবহনও ঢুকতে পারেনি।


এদিকে বিএনপি ও জামায়াত অফিসর সামনে রয়েছে পুলিশি বেস্টনী।


খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র বাংলানিউজকে জানায়, টানা চার দিনের (৮৪ ঘণ্টার) হরতালে হার্ডলাইনে রয়েছে পুলিশ। পাশাপাশি রয়েছে র‌্যাবের নিয়মিত টহল।


বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

এমআরএম/এসএটি/আরআইএস





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger