Saturday, November 9, 2013

বাড্ডায় ছাত্রদলের ককটেল বিস্ফোরণ

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতাল শুরুর প্রথম দিন রোববার সকালে রাজধানীর প্রগতি সরণির বাড্ডায় পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ছাত্রদলের কর্মীরা।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ন’টার দিকে বাড্ডা জেনারেল হাসপাতালের সামনে কয়েকজন ছাত্রদলকর্মী পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় তারা।


এ ঘটনায় কেউ আহত বা কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।


বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানিয়েছেন, ককটেল বিস্ফোরণে জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।


বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

এনএ/এইচএ/আরআইএস





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger