রাজশাহীতে সুষ্ঠুভাবে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত
রাজশাহী: রাজশাহীতে সুষ্ঠুভাবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময়ে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় এ বছর ১৯৮টি কেন্দ্রে মোট ১ লাখ ৮৯ হাজার ১৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবারও ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। শিক্ষার্থীদের মধ্যে ৯২ হাজার ১৮৫ জন ছাত্র এবং ৯৬ হাজার ৮৩৪ জন ছাত্রী রয়েছে।
সকাল থেকে রাজশাহী কলেজিয়েট, ল্যাবরেটরি, লোকনাথ ও পিএন গার্লস স্কুলসহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শফিকুল ইসলাম ও টিটি কলেজের সহকারী অধ্যাপক আবদুস সালাম ।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম বাংলানিউজকে বলেন, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার সকাল থেকে জেএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি নিজে ও ঊর্ধ্বতন কর্মকর্তারা মহানগরের বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করছেন বলেও জানান।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘন্টা, নভেম্বর ০৭, ২০১৩
এসএস/কেএইচকিউ/বিএসকে
0 comments:
Post a Comment