বিরলে ডাকাতের হামলায় আহত ২
দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুরের নওপাড়া গ্রামে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ দুইজন আহত হয়েছেন।
ডাকাতরা ওই বাড়ি থেকে একটি মোটরসাইকেল, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ছয় হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
বুধবার রাত ১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহত তহিদুল ইসলাম ও সাইফুল ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত ১টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত তফিজা হাসকিং মিলের মালিক ব্যবসায়ী তহিদুল ইসলামের বাড়ির নিরাপত্তা রক্ষী রফিকুল ইসলামকে বেঁধে ভেতরে ঢোকে।
ডাকাতরা বাড়ির মালিকসহ পরিবারের সবাইকে জিম্মি করে একটি ডিসকোভার মোটরসাইকেল, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ছয় হাজার টাকাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।
এসময় তহিদুল ইসলাম ও তার ছোট ভাই সাইফুল ইসলাম বাধা দিতে গেলে ডাকাতরা তাদের মারধর করে পালিয়ে যায়। পরে পরিবারের অন্যান্যরা তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
আরএএস/এমজেডআর-eic@banglanews24.com
0 comments:
Post a Comment